হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী কমিটির অভিষেক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ এএম, ১৯ এপ্রিল ২০২৫

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক ও বৈজ্ঞানিক অধিবেশন হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রিজওয়ানুর রহমান।

২০২৫-২০২৭ মেয়াদের জন্য নবনির্বাচিত নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. আদনান হাসান মাসুদ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেমাটোলজি বিষয়ে খ্যাতনামা চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত বৈজ্ঞানিক অধিবেশনে হেমাটোলজির সাম্প্রতিক অগ্রগতি, রোগ নির্ণয় ও চিকিৎসার আধুনিক পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশে রক্তরোগ সংক্রান্ত গবেষণা ও চিকিৎসা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজকের অনুষ্ঠান সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

এসইউজে/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।