দূষণবিরোধী অভিযানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা, ৬৭০ কেজি পলিথিন জব্দ
সারাদেশে দূষণবিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার (২৮ এপ্রিল) এসব অভিযান চালানো হয়। এর মধ্যে ঢাকার আগারগাঁও ও খিলগাঁওয়ে নির্মাণসামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে দুটি মোবাইল কোর্টে ছয় মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, সোমবার বরিশাল, চাঁদপুর ও রাজশাহীতে পলিথিন উৎপাদন ও বিক্রির দায়ে তিনটি মোবাইল কোর্ট অভিযান চালান। এতে চারটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৬৭০ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন দোকান মালিক ও সাধারণ মানুষকে পলিথিনের ক্ষতি সম্পর্কে সতর্ক করা হয়।

আশুলিয়ায় টায়ার কারখানায় অভিযান চালানো হয়। একটি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং কারখানা উচ্ছেদ করা হয়। একইভাবে অবৈধ সিসা/ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় এবং কারখানা উচ্ছেদ করা হয়।
পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়।
আরএএস/এমআইএইচএস/এএসএম