কলাবাগান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নতুন ওসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ০৫ মে ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ওসি হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার (৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ পদায়ন করা হয়।

আরও পড়ুন

আদেশে বলা হয়, সিটিটিসির পুলিশ পরিদর্শক মো. ফজলে আশিককে কলাবাগান থানার ওসি, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আসলাম হোসেনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। একই আদেশে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমানকে ডিবিতে বদলি করা হয়।

এর আগে, সন্ত্রাসীদের নিয়ে গভীর রাতে কোটি টাকা চাঁদা দাবি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামানকে প্রত্যাহার করা হয়।

টিটি/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।