চলতি সপ্তাহেই ঘোষণা হতে পারে ডাকসু নির্বাচন কমিশন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:১২ পিএম, ০৫ মে ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য অনুযায়ী, মে মাসের প্রথমার্ধেই নির্বাচন কমিশন গঠনের ঘোষণা আসতে পারে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডাকসু বিধিমালা অনুমোদিত হয়েছে। নতুন বিধিমালায় প্রার্থীদের জন্য কঠোর নিয়ম আরোপ করা হয়েছে, যাতে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখা যায়।। বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে গঠনতন্ত্র ও আচরণবিধি চূড়ান্ত করেছে।

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঘোষিত টাইমলাইনে মে মাসের প্রথম অংশে নির্বাচন কমিশন গঠনের কথা উল্লেখ ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সময়সূচি অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টজনরা।

এ বিষয়ে উপাচার্য নিয়াজ আহমেদ খানের কাছে জানতে চাইলে জাগো নিউজকে বলেন, আমরা আমাদের অংশীজনদের সঙ্গে কথা বলে কিছু মানুষের সম্ভাব্য তালিকা করেছি। এসব কাজে ভালো মানুষ আসতে চায় না। কারণ যত ভালো কাজই করা হোক না কেন, সমালোচনা হবেই। কিছু মানুষকে আমরা বাছাই করে, অনুরোধ করে রাজি করিয়েছি। এটার মধ্যে আমরা কোনো দল দেখিনি, তুলনামূলকভাবে অবিতর্কিত লোক রাখার চেষ্টা করেছি। যাদের অভিজ্ঞতা আছে, আন্তরিকতা আছে এমন লোক রাখার চেষ্টা করেছি। আমরা আগামী সপ্তাহের মধ্যেই এটা ঘোষণা দিয়ে দেবো।

ডাকসু নীতিমালা অনুযায়ী, নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে ডাকসুর নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। কমিশন গঠনের পর ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ছাত্র-শিক্ষক যৌথ কমিশন গঠনের প্রস্তাব ও প্রশাসনের অবস্থান

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৫৯ দশমিক ২৭ শতাংশ শিক্ষার্থী ডাকসু নির্বাচন পরিচালনায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য ছাত্র-শিক্ষক যৌথভাবে নির্বাচন কমিশন গঠনের পক্ষে মত দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা যেটা চেয়েছে সেটা একটা গুড চয়েস। তবে আইনে যেটা আছে, আমরা সেটা করবো। এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আইনের ব্যাত্যয় ঘটলে সঙ্গে সঙ্গে মামলা হবে।

এফএআর/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।