চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা নুরুল আবছার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:০০ পিএম, ০৬ মে ২০২৫

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছারকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পৌরসভার জুমা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাতকানিয়া থানা পুলিশ। তাকে মঙ্গলবার ৬ মে দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার নুরুল আবছার সাতকানিয়া থানার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল গ্রামের প্রয়াত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে যুগ্ম সচিব হিসেবেও কর্মরত ছিলেন। এর আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে সাতকানিয়া পৌরসভা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে বলে জানান ওসি।

এমডিআইএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।