চমেক হাসপাতালে দালাল আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৬ মে ২০২৫
ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আশীষ কুমার দাশ নামে এক দালালকে আটক করেছে পুলিশ। এর আগে হাসপাতালে দালালির কাজে বিভিন্ন ওয়ার্ড থেকে আশীষকে একাধিকবার আটক করা হয়েছিল জানিয়েছে পুলিশ।

সোমবার (৬ মে) সকালে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাকে আটক করা হয়। তার স্ত্রী হাসপাতালে স্টাফ নার্স হিসেবে কর্মরত বলে জানা গেছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে চমেক হাসপাতালে ডিউটির সময় আশীষ কুমার দাশকে দেখে সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করা হলে তার কাছে হাসপাতালে দালালির বিভিন্ন কাগজপত্র পাওয়া যায়।

এরআগে কয়েকবার অভিযানের সময় বিভিন্ন ওয়ার্ড থেকে আশীষকে আটক করা হয়েছিল। আদালত থেকে জামিন পেয়ে পুনরায় এ কাজে জড়িত হয়ে পড়েন।

এমডিআইএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।