জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা চূড়ান্ত অনুমোদন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৬ মে ২০২৫
ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া/ছবি জাগো নিউজ

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার (৬ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত  প্রেস ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোক্তা বলতে এখনো সেই সেলাইমেশিন ও পাটের বস্ত্র বানানোকেই উদ্যোক্তা হিসেবে নেয়। কিন্তু বর্তমানে উদ্যোক্তা বিষয়টি পৃথিবীজুড়েই একটা অন্য লেভেলে চলে গেছে। এমনকি আমাদের ছোট অনেকে আছে যাদের ভালো ভালো স্টার্টআপ আছে, এবং এটা অন্য একটা লেভেলে আছে কিন্তু সরকার এদিক থেকে অনেক পিছিয়ে ছিল।

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ এর আওতায় নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করতে একটি কাঠামো প্রস্তুত করা হবে।

তিনি জানান, প্রতি বছর শ্রমবাজারে ২২ লাখ তরুণ প্রবেশ করে। সরকারি, বেসরকারি ও অন্যান্য প্রতিষ্ঠান মিলিয়ে ১২ লাখের কর্মসংস্থান হচ্ছে। এ কারণে তরুণদের মধ্যে দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধির মাধ্যমে তাদের সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করা প্রয়োজন।

এমইউ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।