ধ্বংস করা হলো মাটি খুঁড়ে পাওয়া সেই ৬ মর্টার শেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৬ মে ২০২৫
ছবি: সংগৃহীত

ধ্বংস করা হয়েছে চট্টগ্রামে মাটি খুঁড়ে পাওয়া সেই ৬ মর্টার শেল। মঙ্গলবার (৬ মে) বিকেল ৩টার দিকে এসব মর্টার শেল ধ্বংস করে সেনাবাহিনী।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, পূর্ব মাদারবাড়ি এলাকার নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের কাজের সময় সোমবার (৫ মে) বোমাসদৃশ ছয়টি বস্তু দেখতে পান নির্মাণশ্রমিকরা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বস্তুগুলো মর্টার শেল। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সেনাবাহিনীর সদস্যরা এসব মর্টার শেল ডিসপোজ (ধ্বংস) করেন।

এমডিআইএইচ/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।