বিমানের জনসংযোগ বিভাগের নতুন জিএম রওশন কবীর

এবিএম রওশন কবীর
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক পদের দায়িত্ব পেয়েছেন এবিএম রওশন কবীর।
বুধবার (৭ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবিএম রওশন কবীর গত ৬ মে বর্তমান কর্মস্থলে যোগদান করেন। তিনি এ বিভাগের পূর্ব মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলামের পদে স্থলাভিষিক্ত হন। এর আগে তিনি প্রশাসন ও মানবসম্পদ বিভাগে মহাব্যবস্থাপক পদের দায়িত্ব পালন করেন।
এমএমএ/ইএ