মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ, তীব্র গরমে ভোগাবে আরও দুদিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৯ মে ২০২৫
প্রচণ্ড গরমে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ/ ফাইল ছবি

দুই-একটি অঞ্চল ছাড়া প্রায় সারাদেশেই বইছে তাপপ্রবাহ। গত দুইদিন আগে শুরু হওয়া এ তাপপ্রবাহ আজ তীব্র রূপ ধারণ করেছে। আজ শুক্রবার (৯ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

এদিন রাজধানী ঢাকায়ও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে এটাকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকলে সেটাকে ধরা হয় তীব্র তাপপ্রবাহ। তবে তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, আগামী ২ দিন তীব্র তাপপ্রবাহ বিরাজ করতে পারে। আগামী সোমবার থেকে তাপপ্রবাহ বিভিন্ন অঞ্চল থেকে প্রশমিত হতে পারে।

সারা দেশে তীব্র তাপপ্রবাহের কারণে ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

রাজধানীর শাহবাগ মোড়ে কথা হয় রিকশাচালক আসাদুল হকের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, ‘আজ ভোর বেলায় কিছু ভাড়া টানছি। এরপর সূর্যের তাপে আর পারিনি। শরীর দিয়ে শুধু ঘাম যাচ্ছে। প্যাডেল ঘোরাতে কষ্ট। রাতে যদি একটু গরম কমে তখন আবার রিকশা চালাবো।’

আরএএস/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।