বনশ্রীতে শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১১ মে ২০২৫
ফাইল ছবি

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসায় ১২ বছরের এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বাসার গৃহকর্তা মাসুদ রানাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ মে) দুপুরে ওই গৃহকর্মীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ১৪ নম্বর সড়কের একটি বাসায় ওই গৃহকর্মী ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় ওই বাসার গৃহকর্তা মাসুদকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, চলতি মাসে মাসুদ নামে ওই ব‍্যক্তির বাসায় কাজ করতে যায় ওই কিশোরী। গত ২ মে রাতে তাকে ধর্ষণ করে মাসুদ। বিষয়টি পরিবারকে জানালে গতকাল রাতে মামলা করেন শিশুটির বাবা।

শিশুটির বাবা মামলায় উল্লেখ করেন, আমি পেশায় একজন রিকশাচালক। মাসুদ রানা আমার শ্বশুরবাড়ির আত্মীয়। সে হিসেবে তারা বাসায় মেয়েকে কাজে দেই। একদিন ফোনে আমার মেয়ে সেখানে কাজ করবে না বলে জানায়। পরে তাকে বাসায় নিয়ে আসি।

তিনি বলেন, বাসায় আসার পর সে খাওয়া-দাওয়া করতো না ঠিকমতো। তার পেটে ব্যথা বলে জানায়। পাশের এক প্রতিবেশীর কাছে সে জানায় ওই বাসার মাসুদ রানা তার সঙ্গে খারাপ কাজ করেছে।

কাজী আল-আমিন/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।