দিনভর শাহবাগে জুলাই আহতদের অবস্থান, রাতে সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১১ মে ২০২৫
শাহবাগে সতর্ক অবস্থানে পুলিশ

আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, জুলাই সনদ প্রকাশ এবং সুচিকিৎসার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছেন জুলাই আন্দোলনে আহতরা। সারাদিনই শাহবাগ মোড়ের চারপাশে পুলিশের ব্যারিকেড ছিল। তবে রাত ৯টায় ব্যারিকেড তুলে দিয়ে সতর্ক অবস্থান নেন পুলিশ সদস্যরা।

রোববার (১১ মে) রাত ৯টায় সরেজমিনে শাহবাগ মোড়ে দেখা যায়, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এসে প্রথমে মোড়ের গুরুত্বপূর্ণ চারটি সড়কের ব্যারিকেড তুলে দেয়।

দিনভর শাহবাগে জুলাই আহতদের অবস্থান, রাতে সতর্ক অবস্থানে পুলিশ

এদিকে ব্যারিকেড তুলে নেওয়ায় যান চলাচল শুরু হয়েছে। তবে শাহবাগ মোড়ের মাঝখানে আহতরা বসে স্লোগান দিচ্ছেন।

এ সময় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শুক্র ও শনিবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন ছিল, এই দুদিন আন্দোলন চলেছে। আগামীকাল ওয়ার্কিং ডে, কোনোভাবেই সড়ক বন্ধ রাখা যাবে না৷ আমরা ব্যারিকেড তুলে দিয়েছি। এখন যানবাহন চলাচল করছে। যদি কোনো প্রতিবন্ধকতা আসে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

এনএস/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।