বাংলাবাজারে দোকানে আগুন
ফাইল ছবি
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে একটি মোটর পার্টসের দোকানে আগুন লাগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জাগো নিউজকে জানান, বাংলাবাজারে একটি পার্টসের দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
টিটি/এমকেআর/জিকেএস