মোহাম্মদপুরে আলোকচিত্রীকে ছুরিকাঘাতে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫০ এএম, ১৭ মে ২০২৫

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নুর ইসলাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফির কাজ করতেন।

শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুর ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের আবুল ফকিরের ছেলে। তিনি ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডের পাশে থাকতেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনায় একজন খুন হয়েছেন। ঘটনাটি জাফরাবাদ এলাকায়। তবে ঘটনাস্থল মোহাম্মদপুর না হাজারীবাগ থানায়, তা আমরা দেখছি। জড়িতদের গ্রেফতারে কাজ শুরু করেছি।

টিটি/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।