বাদামতলীতে শ্রমিকনেতার ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৮ মে ২০২৫
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আন্তঃজেলা ট্রাক কাভার্ডভ্যান মিনিট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের বাদামতলী শাখা

আন্তঃজেলা ট্রাক কাভার্ডভ্যান মিনিট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের সমাজকল্যাণ সম্পাদক মো. নূর হোসেনের ওপর হামলার অভিযোগ করেছে সংগঠনটির বাদামতলী শাখা। মো. আবু বাহিনীর বিরুদ্ধে এ অভিযোগ এনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানিয়েছেন তারা।

রোববার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির বাদামতলী শাখার নেতারা।

সংবাদ সম্মেলনে বাদামতলী শাখার সভাপতি হায়দার হোসেন বাবলা বলেন, বাদামতলীতে সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক মো. নূর হোসেনের ওপর মো. আবু বাহিনীর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় ঢাকার কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত এক মাসে আগে আবু বাহিনীর সদস্যরা জাহাঙ্গীর নামক এক শ্রমিককে মারধর করেন। আবু ও তার বাহিনী দীর্ঘদিন এলাকায় চাঁদাবাজি করে আসছে। তারা শ্রমিকসহ সংগঠনটির বাদামতলী শাখার নেতাদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানান আন্তঃজেলা ট্রাক কাভার্ডভ্যান মিনিট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের নেতারা।

এএএম/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।