আদাবরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৮ মে ২০২৫

রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং প্রকল্প-২ এবং সুনিবিড় হাউজিং এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আদাবর থানা পুলিশ।

রোববার (১৮ মে) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল শনিবার (১৭ মে) দিনব্যাপী আদাবরের শ্যামলী হাউজিং প্রকল্প-২ এবং সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো.মিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, মো. পলাশ শেখ, ওমর ফারুক, মো. স্বপন (২৩), মো. স্বপন (২৪) এবং সালাম ওরফে সুমন (২৩)।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

কেআর/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।