ডিএসসিসি প্রশাসক শাজাহান মিয়ার দায়িত্ব বাড়লো, সামলাবেন ওয়াসাও

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৮ মে ২০২৫
ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া/ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়ার দায়িত্ব আরও বাড়লো। এখন থেকে তিনি স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে মূল দায়িত্ব পালন করবেন।

নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ডিএসসিসি প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব সামলাবেন শাহজাহান মিয়া।

আরও পড়ুন

শাহজাহান মিয়াকে এসব দায়িত্ব দিয়ে রোববার (১৮ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শাহজাহান মিয়া এসব দায়িত্ব পালন করবেন বলে আদেশে বলা হয়েছে।

আরএমএম/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।