কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ডিএনসিসি প্রশাসকের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৯ মে ২০২৫

কোরবানির বর্জ্য স্বল্প সময়ের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

রোববার (১৮ মে) সকালে আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে কোরবানির বর্জ্য ল্যান্ডফিলে ডাম্পিং করার বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত বর্জ্যবাহী পরিবহন চালকদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি লিচেট টিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন এবং প্ল্যান্টটির কার্যক্ষমতা বাড়ানোর বিষয় আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিচালক এস এম শফিকুর রহমানকে নির্দেশ প্রদান করেন। প্ল্যান্টটিতে ময়লা পানি পরিশোধনের জন্য ব্যবহৃত রাসায়নিকের কার্যক্ষমতা এবং সঠিকভাবে পরিশোধন করছে কি না তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর নির্দেশ দেন। লিচেটের ময়লা পানি সঠিকভাবে সংরক্ষণ হচ্ছে কি না এবং তা নদী বা জলাশয়ে পড়ছে কি না সে বিষয়টি সরেজমিন পরিদর্শন করেন এবং এই লিচেট যেন কোনভাবেই নদীর পানির সঙ্গে না মেশে সে বিষয় বিশেষ লক্ষ্য রাখার নির্দেশ দেন।

jagonews24

পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হোসেন ভূইয়া এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ভূইয়া চালকদের বিভিন্ন অসুবিধা ও সমস্যার কথা তুলে ধরেন। ডিএনসিসি প্রশাসক সব বিষয়ে আশু সমাধান ও আসন্ন কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে সব ধরনের সরঞ্জাম সরবরাহের আশ্বাস দেন।

আমিন বাজার ল্যান্ডফিলটি ২০১৭ সালে সম্পূর্ণভাবে বর্জ্য দ্বারা পরিপূর্ণ হওয়ায় এখনও কীভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হয় সে বিষয়টি পরিদর্শন করেন। এবছরের কোরবানির বর্জ্য ডাম্পিং করার জন্য একটি স্থান নির্ধারণ করেন। ডিএনসিসি প্রশাসক ঢাকা সেনানিবাস এলাকার বর্জ্য আমিন বাজার ল্যান্ডফিলে ফেলার জন্য স্থান নির্ধারণ করে দেন।

প্রশাসক বলেন, ডাম্পিং স্টেশনে পরে থাকা অকেজো স্কেভেটরগুলোকে মেরামত করে কোরবানির বর্জ্য অপসারণের কাজে ব্যবহার করা হবে।

এমএমএ/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।