বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৯ মে ২০২৫
গ্রেফতার জুয়েল ঘোষ/ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় চট্টগ্রামের বোয়ালখালীতে জুয়েল ঘোষ (৩২) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ মে) দিনগত রাত ১২টার দিকে বোয়ালখালী থানাধীন আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জুয়েলকে সোমবার (১৯ মে) সকালে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার জুয়েল আমুচিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার সন্ধিগ্ধ আসামি জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমডিআইএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।