বিএমডিএ চেয়ারম্যানের মৃত্যুতে কৃষি উপদেষ্টার শোক
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ড. মো. আসাদ উজ জামান
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ড. মো. আসাদ উজ জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শুক্রবার (২৩ মে) এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. মো. আসাদ উজ জামানের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
শুক্রবার সকালে রাজশাহীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন ড. মো. আসাদ উজ জামান (৭৭) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
এনএইচ/এএমএ/এএসএম