শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত করলেন গণপূর্ত উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৩ মে ২০২৫
খুলনায় শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান

ছাত্র-জনতার অভ্যুত্থানে ( ২০২৪ সালের ১৯ জুলাই) ঢাকার রূপনগরে পুলিশের গুলিতে শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (২৩ মে ) খুলনায় শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেন উপদেষ্টা।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেডিএ চেয়ারম্যান ব্রি. জে. মোহাম্মদ জাহাংগীর হোসেন পিএসসিকে সঙ্গে নিয়ে উপদেষ্টা শহীদ শেখ মো. সাকিব রায়হানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসইউজে/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।