বেঁচে থাকলে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ের কথা লিখব: প্রেস সচিব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২৬ মে ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (ফাইল ছবি)

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখপাত্র হিসেবে সরকারের কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরছেন প্রেস সচিব শফিকুল আলম। সরকারের মুখপাত্র হিসেবে চাকরি করার কারণে নানা কথা ও কাজের কারণে সমালোচিতও হচ্ছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে (ঢাকা ডায়েরি ট্যাগ দিয়ে যেখানে তিনি অনেক আগে থেকেই লেখালেখি করে আসছেন) তাকে ব্যক্তিগত অভিজ্ঞতা লেখালেখি করতে দেখা যায়।

সোমবার (২৬ মে) এমন একটি স্ট্যাটাসে তিনি বর্তমান সময়ের কিছু অভিজ্ঞতা ও ভবিষ্যতে কী করবেন তা তুলে ধরেন।

ফেসবুকে শফিকুল আলম লেখেন, শেখ হাসিনার প্রায় ১৫ বছরের শাসনামলে, আমি শাসকদল ও তাদের সমর্থকদের কাছ থেকে নানা ধরনের অপবাদ পেয়েছি। বর্তমান দায়িত্ব নেওয়ার পর একটি নতুন গোষ্ঠী গণমাধ্যমে আসা আমার বেশ কয়েকটি বক্তব্যের কারণে ক্ষুব্ধ হয়ে আমাকে বিশ্বাসঘাতক বলা শুরু করেছে।

বেঁচে থাকলে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ের কথা লিখব: প্রেস সচিব

প্রেস সচিব লেখেন, সম্প্রতি সবচেয়ে কঠোর মন্তব্যগুলো এসেছে একটি পুরোনো দলের সদস্যদের কাছ থেকে- যাদের অনেকেই শেখ হাসিনার আমলে আমার ফেসবুক বন্ধু এবং সহযোদ্ধা ছিলেন। তারা আমার প্রতি ক্ষুব্ধ, আমাকে তারা উদ্ধত এবং দাম্ভিক বলে আখ্যা দিচ্ছেন।

তিনি আরও লেখেন, তবুও আমি বেঁচে থাকার প্রতিটি মুহূর্তই উপভোগ করছি, যা আল্লাহ আমাকে দিয়েছেন। জীবন সুন্দর। যদি বেঁচে থাকি এবং সময় পাই- এই ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ের কথা লিখব। আর যদি তা না হয়, তাতেও কোনো আফসোস নেই। গত পাঁচ দশক ধরে আল্লাহ এই মতিঝিল কলোনির এই ছেলের প্রতি সদয়।

এমইউ/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।