পল্লবীতে চাপাতি দিয়ে কুপিয়ে আইফোন ছিনতাই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৬ মে ২০২৫
পল্লবী মেট্রো স্টেশন, ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে মেট্রো স্টেশনের নিচের ফুটপাতে চাপাতি দিয়ে কুপিয়ে এক যুবকের আইফোন ছিনিয়ে নিয়েছে তিনজন। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনাটি ঘটেছে ২৪ মে রাত সাড়ে ১১টার দিকে। ভুক্তভোগী ব্যক্তির নাম আল-আমিন রানা। তিনি রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। থাকেন পল্লবী এলাকায়।

ভুক্তভোগী রানা জানান, এ ঘটনায় তিনি পল্লবী থানায় লিখিত অভিযোগ করেছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পিঠে ব্যাগ থাকা এক ব্যক্তি মোবাইল হাতে মেট্রো স্টেশনের নিচের সড়কের ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। তার পেছন পেছন আসছিলেন তিনজন। তাদের একজন ওই ব্যক্তির আগে চলে যান। ওই ব্যক্তি ফুটপাতের সংকীর্ণ স্থানে যেতেই তিনজন তার গতিরোধ করেন। তারা ওই ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি করে তার মোবাইল ছিনিয়ে নেন। এসময় ছিনতাইকারীদের একজন ধারালো চাপাতি দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করেন। তারপর তিনজনই দৌড়ে একটি অটোরিকশায় পালিয়ে যান।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, তিনি গতকালই এ থানায় যোগ দিয়েছেন। ঘটনাটির বিষয়ে তিনি এখনো কিছু জানেন না।

টিটি/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।