ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই, দুদিনেও গ্রেফতার নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ২৮ মে ২০২৫

রাজধানীর মিরপুরে দিন-দুপুরে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মাহমূদ মানি এক্সচেঞ্জের মালিক জাহিদুল হক (৫৫) বাদী হয়ে ডিএমপির মিরপুর মডেল থানায় মামলাটি করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মামলায় ৬ থেকে ৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় ভুক্তভোগী অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং ছুরিকাঘাত করে তার কাছ থেকে ২১ লাখ ৭০ হাজার টাকা, ৩৫০০ ইউএস ডলার ও ১১০০ সৌদি রিয়াল ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বুধবার (২৮ মে) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, আহত ভুক্তভোগী মঙ্গলবার মামলাটি করেছেন। মামলায় অজ্ঞতা আসামি করা হয়েছে ছয় থেকে সাতজনকে। আমরা ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্ত করার চেষ্টা করছি। তাদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করি তাদের দ্রুত গ্রেফতার করা হবে।

এর আগে, মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ওই ব্যবসায়ীকে গুলি করে টাকা ও বিদেশি মুদ্রা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিতে মাহমূদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

টিটি/এম্এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।