রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন যুবক

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০১ জুন ২০২৫
ফাইল ছবি

রাজধানীর মাতুয়াইল হাসেম রোড এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মো. আরিফ (৩৫) নামের এক যুবকের সর্বস্ব খোয়া গেছে।

শনিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

তাকে নিয়ে আসা পথচারী মো. আলমগীর হোসেন বলেন, মাতুয়াইল হাসেম রোড এলাকায় অচেতন অবস্থায় পড়েছিল। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, অচেতন অবস্থায় এক যুবককে হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে মেডিসিন বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। সুস্থ হলে তার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।