হাসপাতালে দালাল ধরতে র‌্যাব-সেনাবাহিনী-পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২ পিএম, ০১ জুন ২০২৫

রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে যৌথ অভিযানে নেমেছে, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এবং পুলিশ।

রোববার (১ জুন) বেলা ১১টার দিকে র‌্যাব-২ এর স্কয়াটডন লিডার নিফাজ রহমানের নেতৃত্ব সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই অভিযান শুরু হয়।

হাসপাতালে দালাল ধরতে র‌্যাব-সেনাবাহিনী-পুলিশ

অভিযান শুরুর কিছু সময়ের মধ্যেই বেশ কিছু দালাল চক্রের সদস্যকে আটক করা হয়। এ সময় পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এবং সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

কেআর/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।