শিশু একাডেমির পাশের ফুটপাতে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০০ পিএম, ০১ জুন ২০২৫

রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পার্শ্ববর্তী এলাকায় শিশু একাডেমির পাশের ফুটপাতে ককটেল সদৃশ দুইটি বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ককটেল সদৃশ আরও একটি বস্তু অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (১ জুন) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

তিনি বলেন, শিশু একাডেমির গেটের সামনের ফুটপাতে ককটেল সদৃশ দুইটি বস্তু বিস্ফোরিত হয়। এছাড়া একটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পাওয়া যায়। বস্তুগুলো ককটেলের মতো দেখতে হলেও এগুলোর ভেতরে ককটেলের বিস্ফোরক ছিল না। পটকার বিস্ফোরক ছিল। ঘটনার পরপরই পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসে এবং পরবর্তী ব্যবস্থা নেয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

এদিকে, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এমন অবস্থায় এই বিস্ফোরণের ঘটনাকে খুব গুরুত্বসহকারে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কেআর/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।