মোহাম্মদপুরে বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ২১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০৫ জুন ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ জুন) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ইমরান (৩২), রবিউল (৩০), নয়ন (২৪), রাসেল (২২), জুম্মন (২৫), শাহাদাত (২২), ইমরান (৩৫), শহিদুল ইসলাম বিজয় (২০), আবু রায়হান (১৯), ফয়সাল (২৫), সাজ্জাদ (২৬), শাহীন (২৫), কবির (২৪), সোহেল (২০), রাতিকুল ইসলাম (১৯), আবু হুরাইয়া (২০), নূরনবী (২৮), শাকিল (২৭), জুনায়েদ (২২), মজিবুর রহমান (৬৪) ও আরিফা (৫৩)।

বৃহস্পতিবার (৫ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এ কে এম মেহেদী হাসান বলেন, বুধবার রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন, মাদক মামলার ১১ জন, চুরির মামলার তিনজন, নাশকতার মামলায় একজন, দ্রুত বিচার আইনে একজন ও ডিএমপির মামলায় একজনসহ মোট ২১ জন রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

কেআর/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।