রাসায়নিক নমুনা সংগ্রহ ও শনাক্তকরণে দিনব্যাপী প্রশিক্ষণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২৪ জুন ২০২৫

শিল্পায়নের ক্রমবর্ধমান প্রসারের সঙ্গে সঙ্গে দেশে রাসায়নিক দ্রব্যের আমদানি ও ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এসব রাসায়নিক সঠিকভাবে শনাক্ত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল উইপন কনভেনশন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) যৌথ উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৯ জুন অনুষ্ঠিত কর্মশালাটি বিসিএসআইআর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বাংলাদেশ পুলিশের ১০ জন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১০ জন কর্মকর্তাসহ মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে রাসায়নিক দ্রব্যের নমুনা সংগ্রহ, সঠিকভাবে সংরক্ষণ এবং তা পরীক্ষাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়। বিশেষ করে যেসব রাসায়নিকের কনটেইনারে নাম বা সিএএস রেজিস্ট্রেশন নম্বর থাকে না সেগুলো শনাক্ত করতে কীভাবে কার্যকরভাবে নমুনা সংগ্রহ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

রাসায়নিক নমুনা সংগ্রহ ও শনাক্তকরণে দিনব্যাপী প্রশিক্ষণ

কর্মশালায় প্রশিক্ষণার্থীরা মত প্রকাশ করেন যে এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে রাসায়নিক দ্রব্য আমদানি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ শেষে বিএনএসিডব্লিউসির সভাপতি লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের পক্ষ থেকে সদস্যসচিব কমডোর মোহাম্মদ মহব্বত আলী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

টিটি/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।