শুক্র-শনিবার খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি, মিলবে সব ধরনের সেবা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৬ পিএম, ২৪ জুন ২০২৫

আগামী শুক্র ও শনিবার ছুটির দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) খোলা থাকবে। এ দুদিন মিলবে সব ধরনের নাগরিক সেবা।

নগর ভবনের পাশাপাশি আঞ্চলিক কার্যালয়সহ সব পর্যায়ের অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ জুন) রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথকে কেন্দ্র করে ৩৯ দিন নগর ভবনে তালা ঝুলিয়ে রেখেছিলেন তার অনুসারীরা।

সবশেষ সোমবার (২৩ জুন) নগর ভবনের তালা খুলে দেন তারা। এরপর নাগরিক সেবা শুরু হয়।

এমএমএ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।