মবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩ এএম, ২৫ জুন ২০২৫
ফাইল ছবি

মব তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে লাঞ্চিত করার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। জড়িত অন্যদেরও শনাক্ত ও গ্রেফতারের কার্যক্রম চলছে।

মঙ্গলবার (২৪ জুন) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২২ জুন সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের রোডের একটি বাসার সামনে কেএম নূরুল হুদাকে আনুমানিক ৬-৭ জন ব্যক্তি ঘিরে ফেলে। তারা প্রকাশ্যে সাবেক সিইসির গলায় জুতার মালা পরিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ঘটনাটি ভিডিও করাসহ ফেসবুকে সরাসরি সম্প্রচার করে।

আইএসপিআর জানায়, সাবেক সিইসির বিরুদ্ধে মামলা থাকায় বিষয়টি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উত্তরা পশ্চিম থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও, তাদের সামনেই তাকে লাঞ্ছনার ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাবেক সিইসিকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনাটি সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের নজরে এলে দ্রুত অভিযানে নামে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ২৩ জুন এ ঘটনায় মব সৃষ্টিকারী হিসেবে অভিযুক্ত মো. হানিফ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরই মধ্যে অন্যান্য জড়িতদের শনাক্তকরণ ও গ্রেফতারের কার্যক্রম চলমান।

টিটি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।