৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন করবে না সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০২ জুলাই ২০২৫

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠনের দিন ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করা হবে না।

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করে জারি করা পরিপত্রটি বাতিল করে বুধবার (২ জুলাই) নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে গত ২৫ জুন পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন পরিপত্রে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাপরিষদ সম্প্রতি ঘোষিত ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ উদযাপন বা পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৫ জুন জারি করা পরিপত্রটি বাতিল করা হলো।

এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে পরিপত্রে।

আরএমএম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।