উদ্ধার কাজে বিঘ্ন ঘটালে মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ


প্রকাশিত: ০১:২২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৪

কোনো দুর্ঘটনার সময় উদ্ধার কাজ কিংবা অন্যান্য প্রয়োজনীয় তৎপরতা চলাকালে সংবাদকর্মীদের অবস্থান ও করণীয় বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ধরনের পরিস্থিতিতে কোনো মিডিয়ার কারণে কাজে বিঘ্ন ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে লাল-হলুদ টেপ ঘিরে কাজ করারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে বৈঠকসূত্র নিশ্চিত করেছে। 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।