উদ্ধার কাজে বিঘ্ন ঘটালে মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
কোনো দুর্ঘটনার সময় উদ্ধার কাজ কিংবা অন্যান্য প্রয়োজনীয় তৎপরতা চলাকালে সংবাদকর্মীদের অবস্থান ও করণীয় বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ধরনের পরিস্থিতিতে কোনো মিডিয়ার কারণে কাজে বিঘ্ন ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে লাল-হলুদ টেপ ঘিরে কাজ করারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে বৈঠকসূত্র নিশ্চিত করেছে।