রাষ্ট্রদূত

বাংলাদেশ-নেপালের বন্ধুত্ব দৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩২ এএম, ০৫ জুলাই ২০২৫

বাংলাদেশ ও নেপালের বন্ধুত্ব আরও গভীর করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।

শুক্রবার (৪ জুলাই) ঢাকায় নেপাল দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আপনারা যে গল্পগুলো বলেন, সেখানে দুই দেশের মধ্যে বিশ্বাস, পারস্পরিক সম্মান এবং সহযোগিতার গল্প উঠে আসে।

নেপাল দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

রাষ্ট্রদূত জানান, বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, শিক্ষা, পর্যটন এবং মানুষে-মানুষে সংযোগের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সাম্প্রতিক অগ্রগতি বন্ধুত্বকে নতুন মাত্রা দিয়েছে।

জেপিআই/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।