চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৫ জুলাই ২০২৫

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা সংলগ্ন এলাকা থেকে মো. আইয়ুব (৪৬) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-৭ এর একটি দল গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আইয়ুব রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতার আইয়ুবকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‌্যাব।

এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।