৩৫ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছালো


প্রকাশিত: ০২:০৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৪

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৩৫ তম বিসিএস পরীক্ষা-২০১৪ এর  প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) এক মাস পেছানো হয়েছে। ৬ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৬ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরিক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৬ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও পরিক্ষার বিস্তারিত সময়সূচি হল ও আসন ব্যবস্থা এবং পরিক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpse.gov.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, ৩৫তম বিসিএসে পিএসসির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী প্রাথমিক আবেদনপত্র জমা দিয়েছে। এবার এই প্রার্থীদের সংখ্যা  দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।