গুলশানে সোয়া ৪ লাখ টাকার অনুনোমোদিত দুধ উদ্ধার


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৪

রাজধানীর গুলশান এলাকা থেকে মঙ্গলবার দুপুরে বিপুল পরিমাণ অনুনোমোদিত শিশুদুগ্ধ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। উদ্ধারকৃত অনুমোদনবিহীন নেসলে কোম্পানীর দুধের বাজার মূল্য প্রায় সোয়া ৪ লাখ টাকার। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের এসি উম্মে নাহিদা আক্তার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-১ এইচ-১২ এর ১২৭ নাম্বার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে পাওয়ার নেসলে কোম্পানীর ১৯৮টি টিনের মধ্যে থাকা ৫১৯ লিটার এবং ন্যাস্টলের নান ইনফান্ট ফর্মুলার ৩০ টি টিনে থাকা ২৪ লিটার দুধ জব্দ করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বিএসটিআই এর সহযোগীতায় এ অভিযান চালায় শুল্ক গোয়েন্দা বিভাগ। তবে ওই বাসায় কেউ না থাকায় কাউকে গ্রেফতার করতে পারিনি তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।