হারিয়ে যাওয়া ৬৩ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১০ জুলাই ২০২৫

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় গত এক মাসে চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া এমন ৬৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) আনুষ্ঠানিকভাবে মোবাইলগুলো উদ্ধার করে ফেরত দেয় মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ফয়েজ ইকবাল।

এসময় তিনি ভুক্তভোগীদের উদ্দেশ্যে বলেন, একজন গ্রাহকের মোবাইল হারিয়ে গেলে সে সব থেকে বেশি কষ্ট পান। কারণ এখন মানুষের মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। মোবাইল হারিয়ে বা চুরি হয়ে গেলে দ্রুত জিডি করতে হবে। এখন জিডি ঘরে বসেই অনলাইনে করা যায়। মোবাইল হারিয়ে গেলে জিডির পর পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে উদ্ধারের জন্য কাজ করে। শাহজাহানপুর থানা পুলিশের এমন উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

jagonews24

হারানো মোবাইল ফোন পেয়ে ভুক্তভোগীরা বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন, এসআই সুজন কুমার সরকার, এসআই আশিকুর রহমান, এএসআই মো. আরিফুর রহমান এবং এএসআই মো. এনামুল হক।

টিটি/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।