সমাবেশে হামলার প্রতিবাদে লোহাগাড়ায় এনসিপির মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৫৬ এএম, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলা ও সংঘর্ষের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত বটতলি মোটর স্টেশনের সামনে এই অবরোধ কর্মসূচি পালন করে তারা।

এ সময় এনসিপি নেতা মো. জহির উদ্দিন বলেন, গণমানুষের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে এই প্রতীকী অবরোধ করা হয়েছে। প্রশাসনের আশ্বাসে আপাতত আমরা কর্মসূচি স্থগিত করেছি, তবে দাবি আদায় না হলে আবারও কর্মসূচি দেওয়া হবে।

লোহাগাড়া শাখা এনসিপির প্রধান সমন্বয়ক মো. জহির উদ্দিনের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিসহ স্থানীয় নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। প্রায় ৩০-৪৫ মিনিট ধরে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

অবরোধ চলাকালীন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ঘটনাস্থলে এসে এনসিপি নেতাদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।