ব্যবসায়ীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৫ জুলাই ২০২৫

ব্যবসায়ীর লাইসেন্সকৃত অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজধানীর উত্তরা থেকে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ। একই সঙ্গে গ্রেফতারের সময় তার হেফাজতে থেকে পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার ওই ব্যক্তির নাম ইয়াসিন পাটোয়ারী (২৪)।

শুক্রবার (২৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দক্ষিণখান থানাধীন পশ্চিম পাড়া আশকোনা এলাকায় অভিযানা পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

রামপুরা থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, মো. আমিরুল ইসলাম পেশায় একজন ঠিকাদার। তিনি নরসিংদী জেলায় তার চলমান প্রজেক্ট দেখাশোনা শেষে বনশ্রীতে নিজ বাসায় ফিরছিলেন। গত ২১ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে তিনি বনশ্রী মেইন রোডে আবেশ হোটেলের সামনে তার ব্যক্তিগত ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন। গাড়ি থেকে নামার পর তিনি অসুস্থবোধ করে বসে পড়লে তার ড্রাইভার এবং পাশে থাকা একজন অজ্ঞাতপরিচয়ের যুবক তাকে ধরে গাড়িতে তুলেন। ওই যুবকও গাড়িতে উঠে বসেন। পরবর্তীতে রামপুরা থানাধীন বনশ্রী টাওয়ারে আমিরুল ইসলামের বাসার নিচে পৌঁছালে তিনি গাড়ি থেকে নেমে রিসিপশনে দাঁড়ান এবং ওই যুবককে নামতে বলেন। সে সময় সেই যুবক নিজের নাম ইয়াসিন বলে পরিচয় দেন। এরপর আমিরুল তাকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে বলেন। কিন্তু ইয়াসিন নামের ওই যুবক নানা কথার একপর্যায়ে হঠাৎ আমিরুলের হাতে থাকা লাইসেন্সকৃত পিস্তলটি (১১ রাউন্ড গুলিসহ) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যান।

তালেবুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মো. আমিরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে রামপুরা থানায় একটি মামলা করা হয়। মামলাটি তদন্তকালে রামপুরা থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে ছিনতাই মামলার আসামি দক্ষিণখান থানাধীন পশ্চিমপাড়া আশকোনার তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে ইয়াসিন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। এরপর তল্লাশি চালিয়ে ভাড়া বাসার শয়নকক্ষে বালিশের নিচ থেকে ছিনতাই হওয়া পিস্তল, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।