মাইলস্টোন ট্র্যাজেডি

মানসিক আঘাতগ্রস্তদের চিকিৎসার তদারকির জন্য কমিটি গঠন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৬ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মানসিকভাবে ক্ষতি বা আঘাতগ্রস্তদের চিকিৎসার তদারকির জন্য ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ও অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. মাহবুবুর রহমানকে সভাপতি ও সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রিস্ট) ডা. মোহাম্মদ জুবায়ের মিয়াকে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) হাসপাতালের পরিচালক এ কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি তদারকি করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক (সাইকিয়াট্রিস্ট) ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন, ড. নিয়াজ মোহাম্মদ খান (সাইকিয়াট্রিস্ট), সহযোগী অধ্যাপক ডা. সাইফুন নাহার (সাইকিয়াট্রিস্ট), ডা. জিনাত লায়লা, সহযোগী অধ্যাপক (সাইকিয়াট্রিস্ট) ড. মো. জহির উদ্দিন, ডা. জেবুন নাহার (সাইকিয়াট্রিস্ট), ডা. মো. তৈয়ুবুর রহমান রয়েল (সাইকিয়াট্রিস্ট), ড. আনিকা বাসারাত (সাইকিয়াট্রিস্ট), মোহাম্মদ জামাল হোসেন (সাইকিয়াট্রিস্ট) সোশ্যাল ওয়ার্কার, জেসমিন আক্তার (সেবা তত্ত্বাবধায়ক) ও আবুল কালাম আজাদ (ওয়ার্ড মাস্টার)।

কমিটির সদস্যসচিব সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ জুবায়ের মিয়া জানান, ওই ঘটনায় এক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এমইউ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।