বিকেলে ড. ইউনূসের সঙ্গে যমুনায় বসছেন ১৪টি রাজনৈতিক দলের নেতারা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৬ জুলাই ২০২৫
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার (২৬ জুলাই) দেশের ১৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

যেসব রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন তারা হলেন- আমিনুল হক টিপু বিশ্বাস (জাতীয় গণফ্রন্ট), মোস্তফা জামাল হায়দার (১২ দলীয় জোট), মাওলানা আব্দুল মাজেদ আতহারী (নেজামে ইসলাম পার্টি), মাওলানা ইউসুফ আশরাফ (বাংলাদেশ খেলাফত মজলিস), ফরিদুজ্জামান ফরহাদ (চেয়ারম্যান, এনপিপি), সৈয়দ এহসানুল হুদা (চেয়ারম্যান, জাতীয় দল), ড. মুশতাক হোসেন (বাংলাদেশ জাসদ), ববি হাজ্জাজ (ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট), শামীম হায়দার (মহাসচিব, জাকের পার্টি), মুফতি সাখাওয়াত হোসাইন রাজি (মহাসচিব, ইসলামী ঐক্যজোট), রফিকুল ইসলাম বাবলু (চেয়ারম্যান, ভাসানী জনশক্তি পার্টি), ডা. মোস্তাফিজুর রহমান ইরান (চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি), মাসুদ রানা (সমন্বয়ক, বাসদ- মার্কসবাদী) ও মন্জুরুল ইসলাম আফেন্দী (জমিয়তে উলামায়ে ইসলাম)।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

এমইউ/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।