আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২৯ জুলাই ২০২৫
ঢাকা সেনানিবাসে ‘ষষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে/ছবি আইএসপিআর

ঢাকা সেনানিবাসে আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে ‘ষষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

আইএসপিআর জানায়, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজিত এবং আরএফএল ও এসিআইয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ছেলেদের ‘প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন (পিএসএ) চ্যালেঞ্জ ট্যুর ২০২৫’ এবং মেয়েদের ‘ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন ও পিএসএ স্যাটেলাইট টুর্নামেন্ট ২০২৫’ শীর্ষক দুটি প্রতিযোগিতা একসঙ্গে অনুষ্ঠিত হয়।

চার দিনব্যাপী এই আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় বাংলাদেশসহ ইরান, মালয়েশিয়া, কুয়েত, ভারত ও শ্রীলঙ্কার পেশাদার খেলোয়াড়রা অংশ নেন। সমাপনী দিনে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ শেষে সেনাপ্রধান বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

এ সময় প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বাংলাদেশে স্কোয়াশ খেলাটিকে নতুন প্রাণ ও গতি দেওয়ার এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়দের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনকে সেনাবাহিনী সহায়তা করে যাবে ইনশাআল্লাহ।

সমাপনী অনুষ্ঠানে দেশি ও বিদেশি খেলোয়াড় ছাড়াও সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জিওসি লজিস্টিকস এরিয়া, স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

টিটি/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।