মোহাম্মদপুরে কবজি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্য গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ৩০ জুলাই ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কবজি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম।

গ্রেফতাররা হলেন- মোহাম্মদ নিশাত (২২) ও মোহাম্মদ রাসেল (২৩)।

বুধবার (৩০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (২৯ জুলাই) রাত সোয়া ৯টার দিকে শিয়া মসজিদ টু নবোদয় বেড়িবাঁধ এলাকা থেকে মোহাম্মদ রাসেল ওরফে পেস্টিং রাসেলকে এবং রাত ১০টার দিকে নবোদয় কাঁচা বাজারের দক্ষিণ পাশে একটি বাসার সামনে থেকে নিশাতকে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নিশাতের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে দুইটি এবং গ্রেফতার রাসেলের বিরুদ্ধে দস্যুতা এবং ডিএমপি অ্যাক্টসহ তিনটি মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিটি/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।