১২৩ চোরাই মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ৩০ জুলাই ২০২৫

রাজধানীর ডেমরা থানাধীন এলাকা থেকে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন চোরাকারবারি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী বিভাগ।

বুধবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ডেমরা থানার সুন্না টেংরা এলাকায় এবং রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে শাহবাগ থানাধীন নগর ভবনের সামনে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-ওয়ারী জোনাল টিম।

গ্রেফতাররা হলেন- মো. নাছির সরকার (৩৮), মো. ইকবাল হোসেন (৫০), আব্দুল রাড়ী (৩৭), মো. আব্দুল কাদের (৫০) ও মো. মনির হোসেন (৩২)।

ডিবি-ওয়ারী বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার ডিএমপির ওয়ারী বিভাগ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ডেমরা থানাধীন সুন্না টেংরা এলাকা এবং শাহবাগ থানা এলাকার নগর ভবনের সামনে ফুটপাতের ওপর কতিপয় ব্যক্তি বিপুল পরিমান চোরাই মোবাইল ফোন কেনাবেচার জন্য অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করে। এছাড়া এই চক্রের চার-পাঁচজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। এসময় তাদের হেফাজত থেকে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতাররা মোবাইল ফোন চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা চোরাই মোবাইল ফোনগুলো বিক্রির জন্য সেখানে অবস্থান করছিল। দেশের বিভিন্ন স্থানে ছিনতাই বা চুরি হওয়া মোবাইল ফোন গোপনে সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করতো জানিয়ে আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।