সংখ্যালঘুদের বাড়িতে হামলা

গঙ্গাচড়ার ঘটনায় মামলা হলে ব্যবস্থা নেবে পুলিশ: ধর্ম উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ৩০ জুলাই ২০২৫
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের বসতবাড়িতে হামলার ঘটনায় কেউ মামলা করলে পুলিশ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগের দু’পক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান উপদেষ্টা।

রংপুরে ধর্ম অবমাননাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। এটা নিয়ে সমালোচনাও হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে একটা কথা বলতে হয়। ধর্ম নিয়ে কটাক্ষ, বক্রোক্তি, ব্যঙ্গোক্তি- এটা আমাদের দেশে বহুকাল ধরে একটা ফ্যাশনে পরিণত হয়েছে। এটাকে আমরা নিরুৎসাহিত করি।’

তিনি বলেন, ‘এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের ধর্ম নিয়ে, ধর্মীয় গুরু নিয়ে, ধর্মীয় মুরুব্বি নিয়ে কটাক্ষ করে কটূক্তি করে। এটা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, সামাজিক সংহতি নষ্ট হয়। অসাম্প্রদায়িক সম্প্রীতির যে আবহ আমাদের দেশে তৈরি আছে, এটা ক্ষতিগ্রস্ত হয়।’

‘আমাদের দেশে আবার আইনও আছে। কেউ যদি কটূক্তি করে এবং এটা যদি আদালতে প্রমাণিত হয় তার শাস্তি পাওয়ার বিধান আছে।’

উপদেষ্টা বলেন, ‘রংপুরের গঙ্গাচড়ায় যিনি কটূক্তি করেছেন, আইনশৃঙ্খলা বাহিনী উনাকে গ্রেফতার করেছে। এর প্রতিক্রিয়া হিসেবে সনাতন ধর্মের সদস্যদের ওপর যে হামলা, এটাতো আইন হাতে নেওয়ার মতোই। আমরা এটা চাচ্ছি না।’

খালিদ হোসেন বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে- কেউ যদি স্পেসিফিকলি মামলা করেন ওনারা তখন হামলাকারীদের চিহ্নিত করবেন। স্থানীয় পুলিশও বলেছেন কেউ যদি মামলা করেন, বাড়িঘরে হামলাকারী কারা তাদের আমরা চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেবো।’

‘আমরা সবকিছু আইনানুগভাবে সেটেল করবো। আইনের ভিত্তিতেই সবকিছু সম্পন্ন হবে’ বলেন ধর্ম উপদেষ্টা।

আরএমএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।