আইএমও নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চাইলেন নৌ উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ৩০ জুলাই ২০২৫
নৌপরিবহন উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জিবুতির অনাবাসিক রাষ্ট্রদূত ইসেই আব্দিল্লাহি আসৌয়েহ। ছবি: পিআইডি

২০২৬-২৭ মেয়াদের জন্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশন (আইএমও) কাউন্সিল নির্বাচনে ক্যাটেগরি-সি এর সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। আসন্ন এ নির্বাচনে বাংলাদেশের পক্ষে জিবুতিসহ আইএমওয়ের অন্যান্য সদস্য রাষ্ট্রের সমর্থন কামনা করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (৩০ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জিবুতির অনাবাসিক রাষ্ট্রদূত ইস্সে আবদিল্লাহি আসসোয়েহ সাক্ষাতে এলে এ আহ্বান জানান উপদেষ্টা। তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম মেরিটাইম কান্ট্রি। দেশের মাতারবাড়িতে নির্মাণাধীন একটি গভীর সমুদ্রবন্দর ছাড়াও তিনটি সমুদ্রবন্দর রয়েছে। চুয়ান্নটি অভ্যন্তরীণ নদীবন্দর দেশের নৌপরিবহন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের তৈরি জাহাজ বিদেশে রপ্তানি হচ্ছে। আন্তর্জাতিক মেরিটাইম সেক্টরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে দেশের মেরিটাইম সেক্টরকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বৈশ্বিক পর্যায়েও অবদান রাখতে আইএমও’র আসন্ন কাউন্সিল নির্বাচনে সদস্যপদে (ক্যাটেগরি-সি) বাংলাদেশ প্রার্থিতা ঘোষণা করেছে। এ সময় তিনি এ নির্বাচনে জিবুতি-সহ অন্যান্য রাষ্ট্রের সমর্থন কামনা করেন।

জিবুতির অনাবাসিক রাষ্ট্রদূত উপদেষ্টার এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, জিবুতি সবসময় বাংলাদেশের পাশে রয়েছে। আসন্ন আইএমও নির্বাচনে তিনি বাংলাদেশের জন্য সব ধরনের সহায়তা করবেন বলে আশ্বস্ত করেন।

উপদেষ্টা বাংলাদেশের মেরিন একাডেমিগুলোতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে উল্লেখ করে জিবুতি সরকারকে তাদের দেশের মেধাবী ও দক্ষ শিক্ষার্থী ও নাবিকদের বাংলাদেশের একাডেমিগুলোতে প্রশিক্ষণ নেওয়ার আমন্ত্রণ জানান। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজশিল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশের শিপইয়ার্ডগুলোতে বিশ্বমানের জাহাজ নির্মাণ করা হচ্ছে বলে রাষ্ট্রদূতকে জানান।

এসময় বাংলাদেশ থেকে জিবুতিতে জাহাজ আমদানির আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

সাক্ষাতের সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এমইউ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।