যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি

বাংলাদেশের শুল্ক আলোচক দলকে অভিনন্দন উপ-প্রেস সচিবের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৪ পিএম, ০১ আগস্ট ২০২৫
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার/ ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করায় বাংলাদেশের শুল্ক আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এটিকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেন তিনি।

শুক্রবার (১ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ মজুমদার লেখেন, আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সুরক্ষিত করার জন্য অভিনন্দন জানাই। এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়।

আরও পড়ুন

তিনি আরও লেখেন, শুল্কহার ২০ শতাংশে নামিয়ে এনে আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও অগ্রগতির প্রতি অবিচল অঙ্গীকারের পরিচয় দিয়েছেন।

আবুল কালাম আজাদ মজুমদার আরও লেখেন, তারা গত ফেব্রুয়ারি থেকে নিরলস কাজ করে গেছেন। শুল্ক, অ-শুল্ক এবং জাতীয় নিরাপত্তা-সম্পর্কিত বিষয়াবলী নিয়ে তারা জটিল আলোচনার প্রক্রিয়া সফলভাবে অতিক্রম করেছেন। তাদের করা চুক্তি আমাদের তুলনামূলক সুবিধা সংরক্ষণ করেছে। বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে আমাদের প্রবেশাধিকারে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং আমাদের জাতীয় স্বার্থকে দৃঢ়ভাবে সুরক্ষিত করেছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব ফেসবুকে লেখেন, এই অর্জন বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তির প্রতীকই নয়, এটি আরও বড় সুযোগ, দ্রুত প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধির পথও উন্মুক্ত করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল। আজকের এই সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা এবং একটি শক্তিশালী অর্থনীতির জন্য সাহসী দৃষ্টিভঙ্গির এক শক্তিশালী প্রমাণ।

এমইউ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।