দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : নতুন আইজিপি


প্রকাশিত: ১২:৪১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৪

জনগণের সঙ্গে দূরত্ব দূর করতে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে বলে জানিয়েছেন পুলিশের নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

তিনি বলেন, পুলিশ যে জনগণের জন্যই কাজ করে তা দৃষ্টিভঙ্গি দূর করতে পারলেই নিশ্চিত করা সম্ভব হবে। দায়িত্ব নেওয়ার পর বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ হেড কোয়াটার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পুলিশ ও জনগণকে একে অপরের বন্ধু দাবি করে শহীদুল হক বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদকে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। জনস্বার্থ, জননিরাপত্তা এবং জন শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও জঙ্গিবাদকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। এজন্য তিনি দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন।

তিনি বলেন, অন্যায়ের জন্য অতীতে কোনো পুলিশ সদস্যকে প্রশ্রয় দেওয়া হয়নি। কখনো দেয়াও হবে না। এখন এ ধরনের কোনো ঘটনার জন্য জিরো টলারেন্স দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।