হরতালে শুরু নতুন বছর
২০১৫ সালের প্রথম দিন আজ। নতুন বছরের প্রথম দিনেই চলছে জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের হরতাল। জামায়াতের ঘোষণা অনুযায়ী, আজ সকাল ৬টা থেকে শুরু হয়েছে এ হরতাল। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে দুইদিনের হরতাল আহবান করে জামায়াত।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ এক বিবৃতিতে বুধ ও বৃহস্পতিবার দুইদিনের এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি চলাকালে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
এর আগে গাজীপুরে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে ৩০ ডিসেম্বর সারাদেশে হরতাল পালন করেছে বিরোধী রাজনৈতিক জোট তথা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। হরতাল চলাকালে নোয়াখালী জেলায় পিকেটারের ইটের আঘাতে এক স্কুল শিক্ষিকা নিহতের ঘটনা ঘটে।
এদিকে বছর শেষে দেশের প্রায় সাড়ে ৪ কোটি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবার কথা রয়েছে সরকারের। কিন্তু হরতালে শিক্ষক নিহতের ঘটনায় শিক্ষক ও অভিবাভকদের মাঝে আতঙ্ক কাজ করছে।